Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহ অঞ্চল পরিচিতি

১। ময়মনসিংহ অঞ্চল পরিচিত :

ময়মনসিংহ অঞ্চল বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১০তম অঞ্চল। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর এই ০৪(চার) জেলা নিয়ে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ময়মনসিংহ অঞ্চলকে ১০তম অঞ্চল হিসেবে ঘোষনা করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অঞ্চলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

 

২। ময়মনসিংহ নামকরণ:  

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ বিস্তীর্ণ জনপদ। এর ভৌগলিক পরিবেশ বিচিত্র হওয়ায় এই অঞ্চলের মানুষের সামাজিক জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবিকা ও সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। প্রবাদ আছে ‘হাওর, জঙ্গল, মহিষের শিং; এ নিয়ে ময়মনসিং’। জেলার নাম ময়মনসিংহ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। ১৭৭৯-তে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি বর্তমান ’ময়মনসিংহ’ অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে ‘মিহমানশাহী’ এবং ‘মনমনিসিংহ’ সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে; যা বর্তমান ময়মনসিংহকেই ধরা যায়। মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। কালের বিবর্তনে এটি ‘ময়মনসিংহ’ নামে পরিচিতি পায়।

 

৩। শিক্ষা সংক্রান্ত তথ্য:

ক্র: নং

প্রতিষ্ঠানের নাম

ময়মনসিংহ

জামালপুর

নেত্রকোণা

শেরপুর

মোট

০১

বিশ্ববিদ্যালয়

০২

০১

০১

-

০২

মেডিকেল কলেজ

০২

০১

০১

-

০৩

পলিটেকনিক ইন্সটিটিউট

০১

০১

-

০১

০৪

ক্যাডেট কলেজ

০১

-

-

-

০৫

কলেজ

৬২

৪২

৩৩

২৯

১৬৬

০৬

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

০২

-

-

-

০৭

উচ্চ বিদ্যালয়

৫৭৩

৩৫৫

২৬১

১৮১

১৩৭০

০৮

মাদ্রাসা

৩৮৫

১৭৫

৯০

১০৩

৭৫৩

০৯

প্রাথমিক বিদ্যালয়

২১৪০

১১৬১

১৩১৪

৭৪১

৫৩৫৬

 

ময়মনসিংহ অঞ্চল